জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ নৈতিকতা ও নেতৃত্বের সংকট নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলের অন্যতম সদস্য নীলা ইসরাফিল। শনিবার ভোররাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দলীয় কর্মসূচি থেকে বাদ পড়া ও বিতর্কিত নেতার সক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনা করেন।
নিজেকে দলের প্রতিষ্ঠালগ্নের একজন সক্রিয় কর্মী দাবি করে নীলা লেখেন, “আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? নাকি প্রশ্ন তোলার কারণেই ভয়?” তিনি বলেন, যদি একজন নীলা ইসরাফিলের প্রশ্নেই দল ভেঙে পড়ে, তাহলে দল নিজেই দুর্বল, অপারগ ও নীতিহীন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেখানে তাকে পদযাত্রা কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ যৌন হয়রানি, দুর্নীতি ও মিথ্যাচারের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এখনও দলে সক্রিয়।
নীলার প্রশ্ন, “ভয়টা কাকে? আমাকে? না নিজেদের মুখোমুখি হওয়ার?” তিনি এনসিপিকে ‘নীতির দল না সুবিধাবাদীদের নাটক’—এই প্রশ্নও তোলেন।
উল্লেখ্য, কিছুদিন আগে সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন নীলা ইসরাফিল। পরে দল তার কাছেই ব্যাখ্যা চাইলেও অভিযুক্ত নেতার বিরুদ্ধে দৃশ্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।